গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহর জাসাসের সাংগঠনিক সম্পাদক ফরহাদ শেখ রাব্বী দীর্ঘদিন থেকে দুটো কিডনী বিকল হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রাব্বীর চিকিৎসার জন্য কেন্দ্রীয় বিএনপির তহবিল থেকে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু শনিবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাব্বীর হাতে অনুদানের ওই চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, অ্যাড. হানিফ বেলাল, ওয়াজেদ আলী সরকার, সাজ্জাদুর রহমান সাজু, ইয়াতুবুল আজাদ, মোস্তাক হোসেন ডলার, হারুন অর রশিদ রাহাত, রফিকুল ইসলাম সাজু, মুসা আহম্মেদ, বিপুল কুমার দাস, মাধবী রাণী সরকার, মৌসুমী আকতার তমা, জামিল আহম্মেদ, মোকছেদুর রহমান মোকছেদ, একরামুল আজাদ, জুয়েল মিয়া, ফরিদুল ইসলাম প্রমুখ। চেক হস্তান্তর অনুষ্ঠানে রাব্বিকে আর্থিক সহায়তা দেয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা হয়।