গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে বুধবার রাতে ডিবি পুলিশ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। তাদেরকে বৃহস্পতিবার গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জয়নাল আবেদীনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক শুনানী শেষে তাদের প্রত্যেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া জেএমবির সদস্যরা হচ্ছেন গোবিন্দগঞ্জের নয়াপাড়া (তুলসীপাড়া) গ্রামের খায়রুল ইসলামের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক, ওই উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক এবং কক্সবাজারের আব্দুর রহিম চৌধুরীর ছেলে নুর মোহাম্মদ চৌধুরী।
গাইবান্ধা ডিবি ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, গোপন বৈঠক করার সময় ডিবি পুলিশ খবর পেয়ে একটি বাড়ি ঘেরাও করে তাদেরকে আটক করে।