
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে আয়োজিত মহিলা মহিলা টি টুয়েন্টি ক্রিকেট লীগের গতকাল বৃহস্পতিবারের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় দল ১৫৯ রানে গাইবান্ধা এনএইচ মডার্ণ হাইস্কুল দলকে এবং দ্বিতীয় খেলায় জিইউকে উচ্চ বিদ্যালয় দল ৬ উইকেটে পুলিশ লাইনন্স হাইস্কুল দলকে পরাজিত করে। আগামী ১৫ এপ্রিল শনিবারের দুটি খেলায় অংশ নেবে পিয়ারাপুর হাইস্কুল দল ও দক্ষিণ কামারজানি দল এবং জিইউকে হাইস্কুল দল ও স্বাধীনতা রজত জয়ন্তী হাইস্কুল দল।