
গাইবান্ধা প্রতিনিধিঃ বেলজিয়ামের ১৮ সদস্যের শিক্ষক-শিক্ষার্থীর সাইকেলিং টীমের সাথে গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় করা হয়েছে। গণউন্নয়ন কেন্দ্রের নশরৎপুরস্থ প্রধান কার্যালয়ে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, অতিরিক্ত সুপার আবদুল্লাহ্ ফারুক, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীশ) মোছা. মোফেলা খাতুন, সদর থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালামসহ বেলজিয়ামের টীমের সদস্য ও জিইউকের ব্যবস্থাপনা টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি ফ্রেডশীপ কেক কাটা হয়।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বেলজিয়াম নাগরিকদের গাইবান্ধায় আসার জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতার চিত্র তুলে ধরে দেশের দর্শনীয় স্থানসমূহ দেখার জন্য অনুরোধ করেন। পরে প্রীতি নৈশ্যভোজের আয়োজন করা হয়।