গাইবান্ধা প্রতিনিধিঃ “আসুন; বিষন্নতা নিয়ে কথা বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি এনজিও’র সহযোগিতায় গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুক্রবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা: মোঃ আমির আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা বিএমএ-এর সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, গাইবান্ধা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নুরুজ্জামান আহমেদ ও আরএমও শাহিনুর ইসলাম প্রমুখ।