গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাঁশদহ মাঝিপাড়া গ্রামে সুমন দাস (১৪) নামে এক স্কুল ছাত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। গত সোমবার রাতে নিজ ঘরে সুইচ টিপে আলো জ্বালানোর সময় সুমন বিদ্যুৎতায়িত হয়ে মারা যায়। সুইচটি ত্র“টিপূর্ণ থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের নারায়ন চন্দ্র দাসের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। বাড়ির লোকজন জানায়, সুইচটি যে ত্র“টিপূর্ণ ছিল তা কারো জানা ছিল না। সুমন প্রাইভেট পড়ে রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে তার ঘরে আলো জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।