গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুর গ্রামে রোববার সন্ধ্যায় হাঁস তাড়াতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে লাভলী বেগম (৩৩) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যায় লাভলী বেগম বাড়ির পাশে ইদগাহ মাঠে তার খামারের হাঁস তাড়াতে যায়। এ সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।