গাইবান্ধা প্রতিনিধিঃ নববর্ষ উপলক্ষে শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এদিন শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাংকন, রচনা, লোক সংগীত ও লোক নৃত্য প্রতিযোগিতা, এছাড়া স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে সমাবেশ, শহরে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে ভোর থেকে বিকেল পর্যন্ত পৌর শহীদ মিনারে গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা কবিতা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্পন্দন শিল্পী গোষ্ঠী বর্ষবরণ উপলক্ষে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের আয়োজন করেছে।