গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ চত্বরে দিনভর শিশু কিশোরদের জেলা পর্যাযের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সরোজ দেব। এ সময় আলোচনায় অংশ নেন চেম্বার সভাপতি শাহাজাদা আনোয়ারুল কাদির, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সংগঠনের জেলা সভাপতি মাহবুবুর রহমান আকন্দ, দেবাশীষ দাশ দেবু, সংগঠনের সহ- সভাপতি মাহমুদ হাসান মিঠু, হারুনর রশিদ প্রমুখ। এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী।
অনুষ্ঠানে দেশ গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ছড়াগান, পল্লীগীতি, বঙ্গবন্ধুকে নিয়ে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, অভিনয় প্রতিযোগিতার চারটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।