গাইবান্ধা প্রতিনিধিঃ সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া, অসা¤প্রদায়িক মূল্যবোধকে উজ্জীবিত করা, সাধারণ মানুষের জীবন বোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে মানুষের মননে প্রোথিত করার অভিপ্রায় ধারণ করে গত ১৭ এপ্রিল ২০১৭ সন্ধ্যায় গাইবান্ধা পৌরপার্কে ঢাকা চলচ্চিত্র আন্দোলনের সভাপতি খন্দকার সুমনের উপস্থিতিতে অমিতাভ দাশ হিমুনকে সভাপতি এবং শাহ্ আলম বাবলুকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা ফিল্ম সোসাইটির আত্মপ্রকাশ ঘটে। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি কুদ্দুস আলম, উত্তম সরকার, সহ-সাধারণ সম্পাদক কিংশুক ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি, দপ্তর সম্পাদক রিফাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিটু রশিদ, সদস্য দেবাশিষ দাস দিপু, মোদাচ্ছেরুজ্জামান মিলু, জুলফিকার চঞ্চল, আশিকুর রহমান ইমন, কায়সার রহমান রোমেল, জাহাঙ্গীর কবীর, মৌ দেব। উপদেষ্টা পরিষদে আছেন আবু জাফর সাবু, সরোজ দেব, ফারুক শিয়ার চিনু, সাজেদুল হক নান্টু, আলমগীর কবীর বাদল। ১৮ এপ্রিল ২০১৭ গাইবান্ধা ফিল্ম সোসাইটি কমিটির অভিষেক অনুষ্ঠান গাইবান্ধা পৌরপার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সরোজ দেব, ফারুক শিয়ার চিনু, অমিতাভ দাশ হিমুন, কুদ্দুস আমল, শাহ্ আলম বাবলু, কিংশুক ভট্টাচার্য, খন্দকার সুমন প্রমূখ।