গাইবান্ধা প্রতিনিধিঃ শুধুমাত্র গাইবান্ধার ছবি নিয়ে ‘আলোকচিত্রে গাইবান্ধা’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গত শনিবার রাতে শেষ হয়েছে। সমাপনী দিনে গাইবান্ধার তিনজন প্রবীণ ও বিশিষ্ট আলোকচিত্রী; কাজী এম এ ওয়াজেদ, আশীষ কুমার সরকার টুকু ও বুদ্ধুলাল মোদককে সংবর্ধনা দেয়া হয়। গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু কুমার মোদক, নাট্যকর্মী রিফাত বাহার প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। প্রদর্শনীতে গাইবান্ধার ২৩জন ফটোগ্রাফার; দেশ বরেণ্য আলোকচিত্রী কুদ্দুস আলমসহ উত্তম সরকার, আফতাব হোসেন এবং শিপলু কুমার মোদক, সাইফুল্লাহ সোহাগ, শাহরুখ সাগর, রাকিব হাসান রাব্বী, জাহিদ হাসান জীবন, নাফিজ শাহরিয়ার আকাশ, আহনাফ আলিফ, সৌমিক চৌধুরী, দুর্জয় ফরাবি, আসিফ মুস্তফা, আল-আমীন আল ইমন, কাজী সাকিব হাসান, লাবণ্য, মাহফুজুর রহমান, মাহামুদুল হাসান, সামসউল আলম, নওরীন শাহরিয়ার, প্রত্যয় অর্ক, রেজওয়ান রহমান, তাসিন আবিদ ও ফেরদৌস অনিক এর ৫৮টি আলোকচিত্র প্রদর্শিত হয়।