
গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা সংসদের সভাপতি তপন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,সাকেব ছাত্র ইউনিয়ন নেতা উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন,ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মিঠুন রায়, বেলকা ডিগ্রি কলেজ শিক্ষক নীহার রঞ্জন রায়, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক আসমানী আকতার আশা,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতা রানু সরকার,সঞ্জয় মহন্ত,নাছির হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত, এদেশে ছাত্র আন্দোলনের অন্যতম অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ববোধ থেকে বর্তমানের ছাত্র রাজনীতিতে যে অপরাজনীতি চলছে। এদেশের ছাত্রসমাজকে নিয়ে সেই অপরাজনীতিকে রুখে দেবে। বক্তারা আরও বলেন ভাষা আন্দোলননের মধ্য দিয়ে জন্ম নেয়া ছাত্র ইউনিয়ন এদেশে শিক্ষার সকল আন্দোলনসহ প্রগতিশীল যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে তার সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যহত থাকবে। সেই লক্ষে ছাত্র ইউনিয়ন কাজ করে যাচ্ছে। পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী শহর শাখা ও ঢোলভাঙ্গা শাখার বিজয়ী শহর শাখার অধিনায়ক মোমদেলসহ তার দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল।