গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুরে শিমল গাছ থেকে পড়ে আলম মিয়া (৬০) নামে এক হাজীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান । আলম মিয়া সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের মৃত মোজা মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে তুলা পাড়তে বাড়ির উঠানের শিমুল গাছে ওঠেন আলম মিয়া । এরপর হঠাৎ তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।