গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এসএম ব্যারাকের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ৭০ দিন মেয়াদী ৩০জন ভিডিপি সদস্যের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। ২৪ এপ্রিল সোমবার তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, প্রশিক্ষণ কোর্সের প্রধান শিক্ষক রেজাউল করিম জেমস ও বিভাগীয় প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কোর্সটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। উক্ত প্রশিক্ষণে গাইবান্ধা জেলার ১৫ জন এবং রংপুর জেলার ১৫ জন ভিডিপি পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।