গাইবান্ধা প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা রক্ষা, বাল্যবিয়ে বন্ধ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরুপ গাইবান্ধার ২৫জন আনসার ও ভিডিপি সদস্যকে সোমবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কৃত করা হয়েছে। বার্ষিক উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই পুরষ্কার বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াৎহোসেন। গাইবান্ধা আনসার ও ভিডিপির সহকারি জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শহিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধার আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম ও বাসসের জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান প্রমুখ। সমাবেশে সদর উপজেলার ২৫জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরষ্কার হিসেবে সেলাই মেশিন, বাইসাইকেল, ছাতা ও টর্চলাইট দেওয়া হয়।