স্পোর্টস ডেস্ক: সহকারী রেফারিকে গালি দেয়ার দায়ে চার আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন লিওলেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষের ম্যাচে তিনি সহকারী রেফারির মা-বাবা তুলে গালি দেন বলে অভিযোগ। এতে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা তার ওপরে এই নিষেধাজ্ঞা দেয়। আগামী ৪ মে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সামনে হাজির হওয়ার কথা মেসির। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও সেদিন তার সঙ্গে থাকবেন।
অনেকেই মনে করছেন, সেদিন ফিফার শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সামনে মেসি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে তার নিষেধাজ্ঞা কমতে পারে। কিন্তু মেসি নিজের ওই কাজের জন্য ক্ষমা চাইতে রাজি নন বলে জানাচ্ছে আর্জেন্টিনার মিডিয়া। মেসি নাকি বলেছেন, ‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না’। এমন কি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা ফিফার কাছে কিছু ভিডিও ক্লিপ নিয়ে যাবে। ভিডিওগুলো দেখিয়ে প্রমাণ করতে চাইবে যে, মেসি সেদিন যা বলেছিলেন তা আদৌ গালি ছিল না। এর আগে বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের পর রেফারিতে উদ্দেশ্যে করে মেসি একই ধরনের কথা বলেছিলেন। তিনি এমন কথা প্রায়ই বলেন। ওই ভিডিওগুলো দেখিয়ে তারা প্রমাণ করতে চাইবে যে, মেসি গালি দেননি।
বিশ্বকাপ বাছাইপর্বে দুরবস্থায় পড়েছে আর্জেন্টিনা। চিলির কাছে ১-০ গোলের হারের পর সর্বশেষ ২-০ গোলে হেরেছে বলভিয়ার কাছে। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের শীর্ষ চার দল সরাসরি ২০১৮-রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির প্লে অফ খেলে মূল পর্বের টিকিট পাওয়ার সুযোগ থাকবে। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন পঞ্চম স্থানে। সামনের চার ম্যাচে তারা খেলবে উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে। মেসির বর্তমান নিষেধাজ্ঞা বহাল থাকলে বাছাইপর্বে সামনের চার ম্যাচে খেলতে পারবেন না তিনি। এতে আর্জেন্টিনার বিশ্বকাপের মূলপর্বে খেলা পড়বে বড় শঙ্কায়।