ফের লক্ষ সেনা ছাউনি। ভোরের আলো ফুটতে না ফুটতেই আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত হল কাশ্মীর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়াড়ার পানজগাম এলাকার চৌকিবল সেনা ছাউনিতে। সংবাদ সংস্থা সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা থেকে পাঁচ কিলোমিটার দূরে সেনা শিবিরে এই জঙ্গি হামলায় ১ মেজর অফিসার, এক কমিশনভ অফিসার ও এক জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ছয় জওয়ান। খতম হয়েছে দুই জঙ্গি। আরও জঙ্গি ছাউনিতে লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। এ দিন ভোর চারটে নাগাদ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত চার আত্মঘাতী জঙ্গির একটি দল অতর্কিতে এই সেনা শিবিরে হামলা চালায় বলে খবর।
গত বছর ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনা ছাউনিতে এমনই আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৯ জন জওয়ানের।সূত্র- আনন্দবাজার