গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচনে রোববার স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার (ঘোড়া) ২ হাজার ২৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন মাসুম পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। উড়িয়া ইউনিয়নে মোট ১১ হাজার ৬৭৫ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৮ হাজার ৬৬৩ ভোট।
অপরদিকে উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কাপাসি রাণী বর্মন ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আজিম উদ্দিন ভোট পেয়েছেন ৪০৭। এই ওয়ার্ডে ২ হাজার ৯২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৫২ ভোট।