
ইনজুরি থেকে মাঠে ফিরেই গোল করলেন ব্রাজিলের সাবেক আক্রমণাত্মক মিডফিল্ডার কাকা। আমেরিকার মেজর লিগ সকারে কাকার দেয়া গোলে ওরলান্ডো সিটি ২-০ গোলে হারিয়েছে কলোরাডো র্যাপিডসকে।
ম্যাচের ৬০ মিনিটে এক সঙ্গে খেলতে নামেন কলাম্বিয়ার স্ট্রাইকার কালোর্স রিভাস ও কাকা। চলমান মৌসুমে গোলবিহীন থাকা রিভাস, অবশেষে গোল খড়া কাটান। ৭০ মিনিটে তার দেয়া গোলে ম্যাচে লিড নেয় ওরলান্ডো সিটি। বাঁ-পায়ের তীব্র শটে প্রতিপক্ষের গোলরক্ষক জ্যাক ম্যাকমেথকে পরাস্ত করেন তিনি।
রিভাসের গোলের ওপর ভর করেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো ওরলান্ডো। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ে গোল করেন কাকা। রিভাস ও কাকার গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ওরলান্ডো।
হ্যামমস্ট্রিং ইনজুরিতে পড়ে চলমান মৌসুমে ওরলান্ডোর প্রথম ম্যাচের পর দু’মাস মাঠের বাইরে ছিলেন কাকা। দীর্ঘদিন পর আবারো মাঠে ফিরতে বেশ উচ্ছসিত কাকা বলেন, ‘মাঠে ফিরতে পেরে দারুন লাগছে। নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। গোল করেছি এবং জিততে পেরেছি। আমি যখন মাঠে প্রবেশ করি, তখন ভক্তরা হাততালি দিচ্ছিলো এবং আমার নাম ধরে চিৎকার করছিলো। এটা অবিশ্বাস্য। তাই সবাইকে ধন্যবাদ, যারা এখানে এসেছে এবং আমাকে উৎসাহ দিয়েছে।’সূত্র- বাসস