
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা (পলাশবাড়ী) জেলার সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদেরকে ট্যাব চালানো বিষয়ক ট্রেনিংসহ বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল বুধবার ব্রাঞ্চ ম্যানেজারদের ট্রেনিং দেয়া হয়। ম্যানেজার ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের হাতে কলমে এ প্রশিক্ষণ আগামী ২১ এপ্রিল/২০১৭ তারিখে মাঠকর্মীদের ট্রেনিং করাবেন। আশা গাইবান্ধা (পলাশবাড়ী) জেলা কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সুবিধাভুগী সদস্যদের হিসাব এন্ট্রির/পোষ্টিং কাজ সদস্যদের দল থেকে জেলার ৯টি ব্রাঞ্চের ৫৮জন মাঠকর্মী দিয়ে আগামী ২২ এপ্রিল/২০১৭ তারিখে শুরু হবে।
আগামী সেপ্টেম্বর/১৭ মাসের মধ্যে জেলার সকল ব্রাঞ্চেই সকল মাঠকর্মীদের হাতে ট্যাব বিতরণ ও কালেকশন করানো হবে। উক্ত ট্রেনিং এ জেলার সিনিয়র ডিস্ট্র্ক্টি ম্যানেজার রুহুল সারওয়ার খান উপস্থিত থেকে ট্যাব বিতরণ করছেন। ট্রেনিং পরিচালনা করেন আনোয়ার হোসেন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আশা-গাইবান্ধা (পলাশবাড়ী) জেলা।

অপরদিকে, আশা’র অত্র জেলার পৃথক প্রোগ্রাম হিসেবে বিভিন্ন মানদন্ডে বিবেচিত দল শক্তিশালীকরণ ও অগ্রগতি উন্নয়নে এলও’র করনীয় শীর্ষক কর্মশালা করা হয়। উক্ত কর্মশালায় ২০ জন মাঠ কর্মীকে ব্রাঞ্চের অগ্রগতি সাধনের লক্ষ্যে হাতে কলমে ট্রেনিং দেয়া হয়। উক্ত ট্রেনিং এ সঞ্চালক হিসেবে ছিলেন সিনিয়র ডিস্ট্র্ক্টি ম্যানেজার জনাব রুহুল সারওয়ার খান ও সহ সঞ্চালক হিসাবে ছিলেন জনাব নূর কুতুবুল আলম।