
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ছবি নিয়ে ‘আলোকচিত্রে গাইবান্ধা’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার শুরু হয়েছে। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উল্লেখ্য, শুধুমাত্র গাইবান্ধার ছবি নিয়েই এধরণের আলোকচিত্র প্রদর্শনী এ জেলায় এই প্রথম।
গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিত্যিক আবু জাফর সাবু, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম বাবু।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই প্রদর্শনী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। প্রদর্শনীতে গাইবান্ধার ২৩জন ফটোগ্রাফার; দেশ বরেণ্য আলোকচিত্রী কুদ্দুস আলমসহ উত্তম সরকার, আফতাব হোসেন এবং শিপলু কুমার মোদক, সাইফুল¬াহ সোহাগ, সাহরুখ সাগর, রাকিব হাসান রাব্বী, জাহিদ হাসান জীবন, নাফিজ শাহরিয়ার আকাশ, আহনাফ আলিফ, সৌমিক চৌধুরী, দুর্জয় ফরাবি, আসিফ মুস্তফা, আল-আমীন আল ইমন, কাজী সাকিব হাসান, লাবণ্য, মাহফুজুর রহমান, মাহামুদুল হাসান, সামসউল আলম, নওরীন শাহরিয়ার, প্রত্যয় অর্ক, রেজওয়ান রহমান, তাসিন আবিদ ও ফেরদৌস অনিক এর ৫৮টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনের পর থেকেই বিপুল সংখ্যক দর্শক এই চিত্র প্রদর্শনী উপভোগ করছেন।