বইয়ের পাতা থেকে এবার ‘মহাভারত’ মহাকাব্য সিনেপর্দায়৷ আরবের এক ভারতীয় ব্যবসায়ী এই ছবিটির প্রযোজনা করতে চলেছেন৷ আগামী ২০১৮সালে এই ছবির শ্যুটিং শুরু হবে৷ এই ছবির বাজেটের পরিমাণ ১০০০ কোটি টাকা ছুঁয়েছে৷ এই ছবিটির পরিচালক বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা ভি এ শ্রীকুমার মেনন৷
ছোটবেলা থেকেই দাদু ঠাকুমার কোলে রামায়ন বা মহাভারত শুনেই বড় হওয়া৷ বেদব্যাসের অসাধারণ লেখনী আরও বেশি এই মহাকাব্য পড়ার উৎসাহ বাড়িয়ে তুলেছে মানুষের মধ্যে৷ এছাড়াও পাণ্ডবদের কাহিনী এবং ভগবান কৃষ্ণর যুদ্ধ আরও বেশি করে পাঠকদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তুলেছে৷ গল্পের বইয়ের বাইরে গিয়েও অডিও ভিস্যুয়াল মাধ্যমে এই মহাকাব্যটি দেখার উৎসাহ বরাবরই ছিল পাঠকদের মধ্যে৷ সেই উৎসাহের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন ওই ব্যবসায়ী৷ তবে হিন্দি, ইংরেজি ছাড়াও কানাড়া, তামিল, মালায়লাম, তেলেগু ভাষাতেও এই ছবিটি মুক্তি পাবে৷ এমনকি দেশ বিদেশের বহু অভিনেতা- অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন বলে জানা গিয়েছে৷
এই ছবির চিত্রনাট্য লেখক মি. নাইয়ার জানিয়েছেন, কমপক্ষে ১০০টি ভাষায় এই ছবিটির ডাবিং করা উচিত৷ এর পাশাপাশিই ছবিটি যে বিশাল জনপ্রিয় হবেই সেই ব্যাপারে তিনি আশাবাদী৷ তিনি বলেন, ৩বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌছে যাবে এই ছবিটি৷
মজার বিষয়, পরিচালক এস এস রাজামৌলিও মহাভারত মহাকাব্যটিকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবেন৷ এমনকি অভিনেতা আমির খানের সঙ্গেও এই বিষয়ে তিনি আলোচনা করেন৷ বিগ বি এবং আমির খান দুজনেই রাজামৌলির এই ড্রিম প্রোজেক্টে সাড়া দিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ সবকিছু ঠিক থাকলে আগামী ২০২০সালের মধ্যে মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন প্রযোজক৷