প্রযোজক ক্রিস কার্টার অতিপ্রাকৃত বিষয়ক অমীমাংসিত সত্য ঘটনা নিয়ে নির্মাণ করেন টেলিভিশন সিরিজ ‘দ্য এক্স ফাইলস’।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’এর ‘এক্স ফাইলস’ভুক্ত অমীমাংসিত কাহিনিগুলো মার্কিন টেলিভিশনে প্রচার শুরু হয় ১৯৯৩ সাল থেকে। সিরিজটি এমনই জনপ্রিয়তা অর্জন করে যে তা বিশ্বের অনেক দেশেই প্রদর্শিত হতে থাকে।
জনপ্রিয়তার কারণে দ্য এক্স ফাইলস সিরিজটি টানা ৯ বছর অর্থাৎ ২০০২ সাল পর্যন্ত চলে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনে সিরিজটি প্রদর্শনের সুবাদে দেশের মধ্যেও সিরিজটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
তবে টানা ৯ বছর সিরিজটি নির্মাণের পর তাতে ছেদ টানেন প্রযোজক ক্রিস কার্টার। এরপরও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সিরিজটি প্রদর্শিত হয়েছে। এফবিআই এজেন্ট ফক্স মল্ডার (ডেভিড ডুকভনি) আর ডানা স্কেলি (জিলিয়ান অ্যান্ডারসন)’র রোমহর্ষক সব অভিজ্ঞতা নিয়ে দর্শকদের মনে প্রশ্নও জেগেছে অনেক।
জনপ্রিয়তার কারণেই অবশ্য ক্রিস কার্টার ২০১৬ সালে আবারও পর্দার সামনে আনেন ডেভিড-জিলিয়ানকে। অবশ্য সেবার মাত্র ৬ পর্ব নির্মাণ করেন তিনি। ফলে দর্শক ও ভক্তদের ক্ষুধা মেটার আগেই বন্ধ হয়ে যায় সিরিজটি।
অমীমাংসিত রহস্যের গন্ধ দিতে তাই আবারও ‘দ্য এক্স ফাইলস’ নির্মাণ করতে চলেছেন ক্রিস কার্টার। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘ইভেন্ট সিরিজ’ (event series) নামে তারা আবারও ১০টি বিশেষ পর্ব নির্মাণ করবে। তবে অনেকের মনে প্রশ্ন ছিল এই পর্বগুলোতে কি দেখা মিলবে এফবিআই চরিত্রে অভিনয় করা চিরচেরা ফক্স-ডানা জুটিকে!