আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও আর্মি চিফ অব স্টাফ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ থেকে একথা বলা হয়েছে।
তালেবান জঙ্গিদের হামলায় অনেক সেনা সদস্যের মৃত্যুর পর প্রতিরক্ষামন্ত্রী এ সিদ্ধান্ত নিলেন।
শুক্রবার মাজার-ই-শরীফের কাছে একটি সেনা ঘাঁটির মসজিদ ও একটি ক্যান্টিনে হামলা চালায়।
২০০১ সালে তালেবান জঙ্গিদের ক্ষমতা থেকে অপসারণের পর এটাই তাদের সবচেয়ে বড় হামলা।
আফগান সেনা সদস্যদের পোশাক পরে জঙ্গিরা সামরিক যানে চড়ে ওই কম্পাউন্ডে প্রবেশ করে। এরপর নির্বিচারে গুলি চালায়। এ সময় সৈন্যরা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিল।
এই ঘটনায় সৈন্যদের পাল্টা হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে। একজন হামলাকারীকে আটক করা হয়েছে।
ঠিক কতজন সৈন্য মারা গেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় শতাধিক লোক হতাহত হয়ছে।
অন্যান্য কর্মকর্তারা জানান, হামলার ঘটনায় অন্তত ১৩৬ জন নিহত হয়েছে।
তবে কেউ কেউ জানান, হতাহতের সংখ্যা আরো বেশি।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ১৬৫টি লাশ দেখেছেন।
এই হামলায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেক তালেবান জঙ্গিদের মোকাবেলায় সরকারের স্বক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।সুত্র- বাসস