অর্থমন্ত্রী এ এম এ মুহিত নতুন (২০১৭-১৮) অর্থবছরে জিডিপি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থ বছর।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মুহিত আরো বলেন, বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশের কম হবে না।
মন্ত্রী বলেন, নতুন জাতীয় বাজেটের ঘাটতি ৫ শতাংশ ছাড়িয়ে যাবে এবং এটা ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে।সূত্র- বাসস