
খবরবাড়ি ডেস্কঃ অতীতের যেকোন সময়ের তুলনায় পলাশবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মাদক-জুয়া, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পলাশবাড়ী থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষনা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বিভাগকে অভিনন্দন। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন গত একমাস ধরে ভোটাধিকার বাস্তবায়ন কমিটি যে আন্দোলন করছে তা জেলা প্রশাসকসহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এসময় তিনি সদরের কালীবাড়ীহাটের সমস্যা সমাধান কল্পে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসুচীর কথা সভায় অবগত করেন হাট ও বাজারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি’র গাইবান্ধার মাধ্যমে প্রাক্কলন প্রস্তুত পুর্বক ১০ কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা হাট বাজার উন্নয়ন সহায়তা তহবিল হতে কালীবাড়ীহাটের গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ ও পরিস্কারের কাজ শুরু করা হয়েছে। শীর্ঘই কালীবাড়ীহাটের সকল সমস্যার সমাধান হবে বলে তিনি জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) নবীউল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু ববর প্রধান, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চট্টু, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।