নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিবের সাথে বৈঠকে যোগদানের উদ্দেশে আজ সকালে ল-নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার ও নৌপরিবহন মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম।
শাজাহান খান আইএমও’র মহাসচিবের সাথে বৈঠক ছাড়াও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ল-ন শাখার নেতৃবৃন্দের সাথেও বৈঠক করবেন।
বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। বাংলাদেশ ওই সংস্থার ‘বি’ ক্যাটাগরীর সদস্য। আইএমও’র সদস্য দেশ ১৭২টি।
বর্তমানে আইএমও’র মহাসচিব হলেন দক্ষিণ কোরিয়ার কি ট্যাক লিম। তিনি চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। ১ জানুয়ারি ২০১৬ থেকে তাঁর কার্যকাল শুরু হয়েছে।
মন্ত্রী ২৩ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।সুত্র- বাসস