
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বাংলাদেশ তাঁতী লীগের উদ্যোগে এক আলোচনা সভা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতীলীগ আহবায়ক আকতারুজ্জামান প্রধান টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, মতলুবর রহমান নান্নু, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগ আহবায়ক আমিনুল ইসলাম প্রধান পাপুল, জেলা তাঁতী লীগ নেতা শেখ তোতা, উপজেলা তাঁতী লীগ যুগ্ম আহবায়ক জাকারিয়া সরকার নান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত। শেষে স্বাধীন পলাশ নাট্য সংস্থার আয়োজনে জনসচেতনতামূলক নাটক বিয়ে মঞ্চায়ন করা হয়।