
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। সোমবার বিকেলে সদরের স্থানীয় চৌমাথা মোড় ডাকবাংলো চত্ত্বরে আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, মতলুবর রহমান নান্নু, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, যুবলীগ নেতা আবু মুসা প্রধান সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।