
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে স্বর্ণ পুতুল সহ দুজন সোমবার আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএমের গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে নকল সোনার পুতুল সহ প্রতারক চক্রের দু সদস্য পটুয়াখালী জেলার পশ্চিমমালি পুর গ্রামের হানিফের পুত্র ময়নউদ্দিন (২৮)’ আঃরহমানের পুত্র হাবিবুর রহমান(৪৫)কে আটক করেছে পুলিশ।
নকল স্বর্ণের পুতুল উদ্ধার অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম এর নেতৃতে এস আই রাজেন্দ্র ‘এস আই বাবুল’এ এস আই শওক আলমসহ সঙ্গীয় ফোর্স।