1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের রাইস মিলে ডাকাতি তারাগঞ্জে আওয়ামীলীগ নেতা এমদাদুল গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধায় শোক ও কোরআন খতম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিন্দগঞ্জে বিএনপির শোক ও দো’আ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারাগঞ্জে দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত। খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই পপিচাষে নিষেধাজ্ঞায় বড় ধরনের ক্ষতির মুখে আফগান কৃষকেরা: জাতিসংঘ এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

শাকিব তাঁর পরিবারের কেউ নন, বুবলীকে অপু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

গত শনিবার বিকেলে ঢাকাই ছবির নায়িকা শবনম বুবলী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের পরিবার ও শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, ছবির ক্যাপশনে লেখেন ‘ফ্যামিলি টাইম’। সেদিন রাতেই বুবলীকে ফোন দেন অপু বিশ্বাস। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী দাবি করেন এ সময় অপু বিশ্বাস তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আপত্তিজনক কথা ও হুমকি দিয়েছেন। হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও, গালাগালি করার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন অপু বিশ্বাস।

অপু বলেন, ‘আমি বুবলীকে কোনো হুমকি দেইনি, তবে ফোনে গালাগাল করেছি। সে নাকি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, এমন কথা হাস্যকর। আমি বেশ কয়েকটি পত্রিকায় এমন মন্তব্য দেখেছি, সে এমনও বলেছে তার কাছে নাকি অডিও রেকর্ডও আছে, অডিও রেকর্ড তো আমার কাছেও আছে, সে বলেছে ৫০ মিনিট কথা হয়েছে, আসলে কথা হয়েছে ৩৫ মিনিট।’

ফোন দেওয়ার পর বুবলী প্রথমে ফোন কেটে দেন বলে জানান অপু। তিনি বলেন, ‘প্রথমে আমি ফোন করার পর সে যখন বুঝতে পারল আমি কথা বলছি, তখন সে হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে দেয়, আমি বুঝতে পেরেছি সে যে এখন রেকর্ড করবে, আমি তো রেকর্ড আগেই চেপে রেখেছিলাম, কিছুক্ষণ পর আবারও ফোন দিলাম, তারপর সে আবারও জানতে চাইল আমি কে, আমি নিজের পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেছি এবং ফেসবুকে ওই ছবির সঙ্গে ফ্যামেলি টাইম লেখায় প্রতিবাদ করেছি, বকা দিয়েছি। শাকিব তার পরিবারের কেউ নন, আমাদের মাঝে সে নিজেকে দাঁড় করিয়ে দিচ্ছে, আসলে আমি বিষয়টি মেনে নিতে পারিনি, কোনো দিনই মানব না।’

‘ফ্যামেলি’ বা পরিবার শব্দেই অপুর সব আপত্তি। তিনি জানান, ‘কোনো তারকা সহশিল্পীর বাসায় যেতেই পারেন, সবার সঙ্গে বসে ছবিও তুলতে পারেন, কিন্তু সেটা ফ্যামেলি টাইম কেমন করে হয়, সে কি নিজেকে শাকিবের পরিবারের সদস্য ভাবা শুরু করল? বাংলাদেশের সবাই জানে শাকিবের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে, আমরা একে অপরকে মেনে চলি, আমাদের মাঝে সে নিজেকে কেন দাঁড় করিয়ে দিচ্ছে, আর এমন করার পর আমি চুপ করে থাকব, সেটাই বা সে কেন চিন্তা করল?’

বিষয়টি নিয়ে নায়ক শাকিব খানের সঙ্গেও কথা হয়েছে বলে জানান অপু। তিনি বলেন, ‘আমি বুবলীর সঙ্গে কথা বলার পর শাকিবকে ফোন করি, তখন ফোন ধরেন তাঁর সহকারী মনির। কিছুক্ষণ পর আবারও ফোন দিলে শাকিবের সঙ্গে কথা হয়। শাকিবকে বলি, শাকিব যেন বুবলীকে ফোন করে বলে ছবির ক্যাপশন পরিবর্তন করে দেয়। তখন শাকিব আমাকে বলেছেন, শুটিংয়ের লোকেশন ছাড়া বুবলীর সঙ্গে তিনি কথা বলেন না, এখন তাকে কীভাবে ফোন করবেন এমন বিষয় নিয়ে!’

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অপু বলেন, ‘আমি যখন পারিবারিক কারণে আড়ালে চলে গেলাম তখন বুবলী আমার ছবিগুলোতে কাজ করেছে, এখন যে এক দুইটা ছবির কথা চলছে সেগুলোও তো আমার ছবি, অন্য কোনো ছবিতে তাকে কেউই নিচ্ছে না, কেন? আসলে অভিনয় করা আর অভিনয় করে জনপ্রিয় হওয়া এক নয়। শাকিব খানের বিপরীতে অভিনয় করে পরিচিতি পাওয়া যাবে, নিজের কোনো অবস্থান তৈরি হবে না। আমি যতটা জানি বুবলী প্রথমে ছিল বিমানবালা, তারপর একটা টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা, এখন করছে অভিনয়। আমার কোনো আপত্তি নেই, কিন্তু শাকিবকে নিজের পরিবার ভাবলে সেটা আমি মেনে নেব না।’

বিভিন্ন গণমাধ্যমে বুবলী যেভাবে কথা বলছে ও যে ভাষায় ফেসবুকে স্ট্যাটাস লিখছে, সেই প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেন অপু। তিনি বলেন, ‘আজ ২০ তারিখ, এরপর যদি আর একটিবার সে এ ধরনের কথা বলে এবং ফেসবুকে শাকিবকে জড়িয়ে যদি কোনো স্ট্যাটাস দেয়, তাহলে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

শাকিব প্রসঙ্গে অপু আরো বলেন, ‘আমি জানি শাকিব আমার বিষয়ে কোনো কথা হলে তা এড়িয়ে যায়, তারপরও বলছি এ বিষয়ে শাকিবই সবার কাছে বলবে আমি তাঁর কে, আমাদের কিসের সম্পর্ক, আমি নিজে তাঁকে দিয়ে সব কিছু বলাব।’

এপ্রিলে সবার সামনে সব খুলে বলবেন বলে অপু বলেন, ‘আমি আগামী মাসেই সবার সামনে আসব, সংবাদ সম্মেলন করে সবার সঙ্গে কথা বলব, এত দিন নিখোঁজ থেকে যাদের ক্ষতি করেছি, তাদের কাছে ক্ষমা চাইব এবং বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কাজ করব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft