বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। পয়েন্ট টেবিলে চিলিকে টপকে শীর্ষ তিনে উঠে এসেছে আলবিসেলেস্তেরা।
বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ৪-৫-১ ফর্মেশনে দল সাজান কোচ এডগার্দো বাউজা। মেসি-আগুয়েরো-ডি মারিয়ার সামনে সেন্ট্রাল স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি জুভেন্টাসের উঠতি ফরোয়ার্ড পাওলো দিবালা। নিষেধাজ্ঞার কারণে আর্তুরো ভিদালকে ছাড়াই মাঠে নামে চিলি। ইনজুরিতে দলের আরেক গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মার্সেলো ডিয়াজকে মিস করে তারা।ঘরের মাঠে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। ডি-বক্সে অ্যাঙ্গেল ডি মারিয়াকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন চিলিয়ান মিডফিল্ডার হোসে পেদ্রো ফুয়েনজালিদা। স্পট কিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি বার্সেলোনার প্রাণভোমরা মেসিনির্ধারিত সময়ের আগে আর চিলিয়ানদের ম্যাচে ফেরা হয়নি। ন্যূনতম ব্যবধানে খেলার নিষ্পত্তি ঘটে। শুরুর দিকে (৬ মিনিট) ভিজিটরদের একটি গোল অফসাইডের ফাঁদে পড়ে। অন্যদিকে, প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন সেন্টারব্যক নিকোলাস ওটামেন্ডি।চিলিকে প্রায় সমতায় ফিরিয়ে এনেছিলেন আলেক্সিস সানচেজ। ঘণ্টা পার হওয়ার পর আর্সেনাল তারকার ফ্রি-কিক ফিরিয়ে দেয় ক্রসবার। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের তুলনায় দুর্দান্ত পারফরম্যান্সই উপহার দেয় ম্যাচে ফিরতে মরিয়া হুয়ান অ্যান্তোনিও পিজ্জির শিষ্যরা। কিন্তু, শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।
১০ দলের পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচ শেষে পাঁচ থেকে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা। ৬ জয়, ৪ ড্র ও ৩ হারে তাদের সংগ্রহ ২২। আগের ২০ পয়েন্ট নিয়ে দুই ধাপ অবনমনে ছয়ে নেমে গেছে চিলি। সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানটা আরও সুসংহত করলো ব্রাজিল (৩০)। সেলেকাওদের কাছে হেরে গেলেও দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে উরুগুয়ে (২৩)। চার নম্বরে কলম্বিয়া (২১) ও পাঁচে ইকুয়েডর (২০)।