বগুড়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক নওগাঁর মান্দা উপজেলার পদ্মীপুর চকবালাই গ্রামের বাবর আলীর ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা বিআর সুপার পরিবহনের একটি বাস গাড়ীদহ এলাকায় পৌঁছালে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মহিদুল ইসলাম।
ওই যুবক ঘুমে থাকা অবস্থায় বাসের ছাদ থেকে পড়ে যান বলে প্রাথমিক ধারণা করেছেন সোহেল রানা।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।