সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন গতকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৬ষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত ৮টি পদের বিপরীতে ২১ জন প্রতিদন্দ্বি প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। মোট শিক্ষার্থী ভোটার সংখ্যা ৭’শ জন। বেলা ১১টায় গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম. আব্দুল বারী, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সুরুজ হক লিটন, এখলাছুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সিনিয়র সহকারী শিক্ষক শাহানা রাবেয়া, আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আনিছুর রহমান, মেহেদী হাসান, তাহমিদা খাতুন, বিশাখা রাণীসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।