গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী, পলাশবাড়ী সদর ও বরিশাল ইউনিয়নে ১৫ বৎসর যাবৎ নির্বাচন না হওয়ায় ৩টি ইউনিয়নে নির্বাচনে দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ঘেরাও এবং অবস্থান কর্মসূচী পালন করা হয়। পলাশবাড়ীর ৩টি ইউনিয়নের ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহবানে এ কর্মসূচী পালন করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে সমবেত জনতা ২ ঘন্টা অবস্থান কর্মসূচী সফল করেন। এতে উপজেলা আ’লীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালী সময়ে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সাবেক আওয়মীলীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোওয়ার প্রধান বিপ্লব, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, ছাত্রলীগ আহবায়ক মেহেদী আজাদ রাসেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু, মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল, কিশোরগাড়ী সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী হাফিজার রহমান মন্ডল, ও বরিশাল সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী রফিকুল ইসলাম প্রমুখ। শেষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, উপরোক্ত কর্মসূচীর বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বস্ত করেন।