বিপুল উৎসাহ উদ্দীপনায় রোববার জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। এ উপলক্ষে শিশু একাডেমির ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সম্মানীত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় পরিষদের সদস্য ওয়ালিউর রহমান রেজা।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মবিনুল হক জুবেল, সাবেক কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ৪শ’ মুক্তিযোদ্ধার প্রতিজনকে ৫শ’ টাকা করে প্রাইজ বন্ড দেয়া হয়।