অবশেষে ওয়ানডে দলে ডাকা পেলেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনি ওয়ানডে স্কোয়াডের ১৭ নম্বর সদস্য! কারণ শ্রীলংকার বিরুদ্ধে আগেই ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের ওয়ানডে দল। আর ওই দলেই হঠাৎ ডাক পেলেন মিরাজ। প্রথম দুটি ওয়ানডে খেলতে আজ বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ডাম্বুলায় গেছে মাশরাফি বিন মুর্তজার দল। এদিকে তরুণ অফস্পিনার মিরাজ ঢাকা থেকে গিয়ে আজই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। দলে আছেন আরও ৩ অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
শ্রীলঙ্কার মারকুটে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে হয়তো ডাকা হয়েছে মিরাজকে। তরুণ অফ স্পিনার টেস্ট সিরিজ শেষে ইমার্জিং কাপে খেলার জন্য দেশে ফিরেছিলেন। তার জায়গায় ওই টুর্নামেন্টে খেলবেন নাইম হাসান। এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন মিরাজ। তবে দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখনও খেলা হয়নি তার। এই প্রথম তিনি সে সুযোগ পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।