শততম টেস্টে অবিস্মরণীয় জয় পেল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জিতে কলম্বোয় ইতিহাস গড়ল মুশফিকরা। ১৯১ রানের লক্ষ্যে নেমে ৬টি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা।
জয় থেকে দুই রান দূরে থাকতে মোসাদ্দেক হোসেন ধরা পড়েন নিরোশান ডিকবেলার গ্লাভসে। মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে তামিম ইকবাল ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন।
শুরুতে রঙ্গনা হেরাথ অল্প একটু উত্তেজনাই ছড়ান পারলেন। নিজের অষ্টম ওভারে পরপর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু তামিম ইকবাল ও সাব্বির রহমানের জুটিতে বাংলাদেশের লঙ্কা জয়ের পথ মসৃণ হয়। অবশ্য তামিমকে মাঠ ছাড়তে হয়েছে অযথা একটি শট খেলে। কয়েক ওভার পর সাব্বির আউট হন পেরেরার বলে। অদ্ভুতভাবে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান।